সীতাকুণ্ডে ছয় লাখ টাকার চোরাই কাঠসহ কাভার্ডভ্যান আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২০, ২১:৪৩| আপডেট : ১০ জুন ২০২০, ২২:০৭
অ- অ+

সীতাকুণ্ডে ছয় লাখ টাকার চোরাই সেগুন ও গামারীকাঠসহ একটি মিনি কাভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক স্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশনের বন কর্মকর্তারা গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে উপজেলার কদমরসুলের লালবেগ এলাকা থেকে কাঠ বোঝায় মিনি কাভার্ডভ্যানটি আটক করতে সক্ষম হয়।

আটক ভ্যানটিতে ২৫০ ঘনফুট সেগুন ও গামারি কাঠ রয়েছে। যার অনুমানিক দাম ছয় লাখ টাকা বলে জানান বন কর্মকতারা।

চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন ও গামারি কাঠ বোঝাই করে একটি মিনি কাভার্ডভ্যান যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদসহ স্টেশনের অন্যান্য কর্মকর্তারা গাড়িটিকে মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে থামানোর সংকেত দেন। কিন্তু সংকেত অমান্য করে দ্রুত গতিতে গাড়িটি পালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে বন কর্মকর্তারা এর পেছনে ধাওয়া করে লালবেগ এলাকা থেকে আটক করতে সক্ষম হয়। এসময় গাড়ি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। এই বিষয়ে বন আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ।

এদিকে গত ৩ জুন ছয় লাখ টাকার সেগুন ও চাপালিশ রদ্দা এবং ৭ জুন এক লাখ টাকার সেগুন ও গামারি কাঠ আটক করেন বিট কর্মকর্তারা। এ নিয়ে এক সপ্তাহে ১২ লাখ টাকার অবৈধ কাঠ আটক করা হয় বলে জানান স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ।

(ঢাকাটাইমস/১০জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা