ঘরোয়া পদ্ধতিতে ঝটপট উজ্জ্বল ত্বক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ জুন ২০২০, ০৮:৪২| আপডেট : ১৫ জুন ২০২০, ০৮:৪৮
অ- অ+

করোনার কারণে ঘরে আটকে আছেন বেশিরভাগ মানুষ। অনেকে পার্লারে গিয়ে ত্বক চর্চা করতে পারছেন না। এমন অবস্থায় ঘরোয়া পদ্ধতিতেই ঝটপট পেতে পারেন উজ্জ্বল ত্বক। চলুন তেমন কয়েকটি পদ্ধতির কথা জেনে নিই।

১. দুই চামচ টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন৷ ভালো করে ফেটিয়ে ঘন পেস্ট তৈরি করুন৷ তারপর সেই পেস্ট মুখে লাগিয়ে আধ ঘন্টা রেখে দিন৷ এর মধ্যেই আপনার পেস্টটি একেবারে শুকিয়ে যাবে৷ তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন৷ এতে আপনার ত্বকের উজ্জ্বলতাও বাড়বে এবং নরমও হবে৷

২. কফি কিংবা কোকো পাউডার অল্প করে একটি পাত্রে নিন৷ কোকো পাউডারের সঙ্গে এক-দুই চামচ মধু মিশিয়ে মুখে, গলায় এবং ঘাড়ে লাগিয়ে নিন৷ তারপর ভালো করে মাসাজ করতে থাকুন৷ শুকিয়ে যাওয়ার পর সাধারণ তাপমাত্রার পানিতে ভালো করে ধুয়ে নিন৷ এতে ত্বকের ভাজ দূর হয়৷

৩. ডিমের সাদা অংশ নিয়ে তার মধ্যে লেবুর রস মিশিয়ে দিন৷ ব্ল্যাকহেডসের কারণে ত্বকের অনেকাংশ কালো লাগে দেখতে৷ সেটা দূর করতে এই পেস্টটা লাগিয়ে ফেলুন৷ অনেকক্ষণ লাগিয়ে রাখার পর ভালো করে ধুয়ে ফেলুন৷ একদিন পেস্টটি ব্যবহার করলেই অনেকদিন এর এফেক্ট থাকে৷

৪. পরিমাণ মতো দুধের সঙ্গে টমেটো পিউরি মিশিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে ফেলুন৷ সারা রাত এই পেস্টটি লাগিয়ে রাখা খুব উপকারী৷ যদি তা সম্ভব না হয় তাহলে অনেকক্ষণ লাগিয়ে রাখুন৷ তাতে আপনার ত্বকের ট্যান উঠবে৷ উজ্জ্বলও হবে৷

৫. বিশুদ্ধ হলুদ গুঁড়ার সঙ্গে খাঁটি নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন৷ তৈলাক্ত ত্বকের জন্য এই পেস্ট খুবই উপকারী৷ মুখে প্রায় এক ঘন্টা লাগিয়ে রাখুন৷ এতে ত্বক ভালো হয়৷ ত্বকের বিভিন্ন সমস্যাও দূর হয়৷

ঢাকা টাইমস/১৫জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা