‘পুলিশকে মানবিক আচরণ করতে হবে’

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জুন ২০২০, ২০:১৮

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেছেন, পুলিশকে জনসাধারণের সাথে মানবিক আচরণ করতে হবে। সোমবার দুপুরে শেরপুর পুলিশ লাইন্স ড্রিল শেড-এ ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের সাথে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতির পিতা পুলিশকে জনগণের পুলিশ হতে বলেছেন উল্লেখ করে ডিআইজি হারুন আরো বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করে এ দেশের জনসাধারণকে সেবা দিতে হবে। মানুষকে কোন রকম নির্যাতন ও নিপীড়ন করা যাবে না। সকল অবস্থায় মানুষের পাশে থেকে সেবা দিতে হবে। এমন কি অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তির সাথে বিধিবহির্ভূত আচরণ করা যাবে না।

এ দিন তিনি সভায় উপস্থিত ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী এক মাসের মধ্যে থানা এলাকা মাদকমুক্ত করার আল্টিমেটাম দেন।

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁঞা, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার, অতিরিক্তি পুলিশ সুপার (সার্কেল) এবং অতিরিক্ত পুলিশ সুপার ও কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার আব্দুল্লাহ আল-মাহমুদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :