অক্সিজেন সরবরাহে ঢামেকে এলো দুটি ‘হাই ফ্লো নাসাল ক্যানুলা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ১৯:১৭
অ- অ+

করোনা ও মুমূর্ষ রোগীদের অক্সিজেন সরবরাহের কাজে ব্যবহৃত দুইটি ‘হাই ফ্লো নাসাল ক্যানুলা মেশিন’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রদান করেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে এই চিকিৎসা সামগ্রী প্রদান করেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়া থেকে আমাদানিকৃত এই চিকিৎসা সামগ্রী আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিমন্ত্রীর ছোটভাই মো. সাইফুল আলম এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, খুব দ্রুতই ক্রয়কৃত আরও দুইটি ‘হাই ফ্লো নাসাল ক্যানুলা মেশিন’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রদান করবেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এর আগে প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত পুলিশ বাহিনীর সদস্যদের চিকিৎসার জন্য তিনটি ভেন্টিলেটর পুলিশ হাসপাতালে প্রদান করেন।

(ঢাকাটাইমস/০১জুলাই/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা