যশোর শিক্ষা বোর্ডে অনলাইন ক্লাসরুমের উদ্বোধন

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ১৯:৪৮
অ- অ+

আরো একটি সময়োচিত পদক্ষেপ নিয়েছে যশোর শিক্ষা বোর্ড। দেশের করোনা দুর্যোগের পরিস্থিতি বিবেচনা করে ওয়েবসাইটে অনলাইন ক্লাসরুম চালু করা হয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব বিষয়ের ক্লাস ওয়েবসাইটে আপলোড করা হবে। শিক্ষার্থীরা তাদের সুবিধামতো সময়ে ক্লাসগুলো দেখতে পারবেন।

বুধবার যশোর শিক্ষা বোর্ডে অনলাইন ক্লাসরুমের উদ্বোধন করেন বোর্ডটির সব্যসাচী চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন। চেয়ারম্যানের দপ্তরের কনফারেন্স রুমে ক্লাসরুমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে চেয়ারম্যান জানান, ইতোমধ্যে ৩০০টি ক্লাস আপলোড করা হয়েছে। পর্যায়ক্রমে সব বিষয়ের প্রতিটি চ্যাপ্টারের জন্য আলাদাভাবে ক্লাস আপলোড করা হবে। এছাড়া মাঝে মধ্যে লাইভ ক্লাস নেয়া হবে। লাইভ ক্লাস নেয়ার আগে শিক্ষা বোর্ড থেকে নোটিস দিয়ে জানানো হবে।

শিক্ষা বোর্ডের সব প্রতিষ্ঠানকে অনলাইনে ক্লাস আপলোড করার জন্য নোটিস দেয়া হয়েছে। শিক্ষকরা বাসায় বসেই তাদের আইডি থেকে ক্লাসগুলো আপলোড করতে পারবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এইচ আর আলী আর রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র, কলেজ পরিদর্শক কে এম রব্বানী, বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহীন আহমেদ, হিসাব বিভাগের উপ-পরিচালক ইমদাদুল হক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট জাহাঙ্গীর কবির, প্রধান মূল্যায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন।

(ঢাকাটাইমস/১জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা