গ্র্যান্ট ফ্লাওয়ারের গলায় ছুরি ধরেছিলেন ইউনিস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ১৭:২০
অ- অ+

জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার গ্র্যান্ট ফ্লাওয়ারের গলায় ছুরি ধরেছিলেন পাকিস্তানের সাবেক তারকা ইউনিস খান। ব্যাটিং নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটারকে পরামর্শ দিতে গিয়ে ফ্লাওয়ার বিপদে পড়েন।

পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে পাঁচ বছর কাজ করেন গ্র্যান্ট। ভাই অ্যান্ডির সঙ্গে কথা বলার সময়ে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন গ্র্যান্ট ফ্লাওয়ার। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কোন শিষ্যকে সামলাতে বেগ পেতে হয়েছিল তাঁকে। তখনই ইউনিস খানের ছুরি ধরার কথা বলেন গ্র্যান্ট।

২০১৬ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল পাকিস্তান। ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন ইউনিস খান।

পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবলে ইউনিসকে পরামর্শ দিতে গিয়েছিলেন গ্র্যান্ট ফ্লাওয়ার। তিনি বলেন, ‘ব্রিসবেনের ঘটনা মনে পড়ছে। টেস্ট চলাকালীন ব্রেকফাস্টের টেবিলে ইউনিসকে ব্যাটিং নিয়ে পরার্মশ দিতে গিয়েছিলাম। ইউনিস আমার পরামর্শ ভালোভাবে নেয়নি। মিকি আর্থারের সামনেই ছুরি ধরে আমার গলায়। মিকি কোনোরকমে ওকে শান্ত করে।’

(ঢাকাটাইমস/৩ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা