পাকুন্দিয়ায় সড়ক ধসে যান চলাচল বন্ধ

সাখাওয়াত হোসেন হৃদয়, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
  প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ১২:০৮
অ- অ+

গত দুই দিনের টানা বৃষ্টিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা-মির্জাপুর সড়কের একটি অংশ ধসে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।

এলজিইডির অধীন এ সড়ক দিয়ে প্রতিদিন পাকুন্দিয়াসহ পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার হাজারো লোকজন থানারঘাট হয়ে কাপাসিয়া-গাজীপুর ও রাজধানী ঢাকায় যাতায়াত করে থাকেন। এছাড়াও রিকশা, অটোরিকশা, বাস, ট্রাক, পিকআপসহ শতশত ছোট-বড় যানবাহন এ সড়কটি দিয়ে চলাচল করে থাকে। টানা বৃষ্টিতে সড়কটির হাজী জাফর আলী কলেজ সংলগ্ন স্থানটি ধসে দেবে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলরত পথচারী ও বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা যানবাহনের যাত্রীরা।

স্থানীয়রা জানান, এর আগেও একবার সড়কটি সংস্কার করা হয়েছিল। কিন্তু গত দুই দিনের টানা বৃষ্টিতে আবার ভেঙ্গে গিয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ধসে পড়া অংশ দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সরকার জানান, সড়কটি সংস্কারের বিষয়ে উপজেলা প্রকৌশলী কার্যালয়ে জানানো হয়েছে। দ্রুত সংস্কার করবেন বলে তারা আশ্বাস দিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হাবিবুল্লাহ জানান, ধসে পড়া অংশটি দ্রুত সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

ঢাকাটাইমস/১২জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোলায় ৭ কোটি টাকার কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি জব্দ
আমদানি-রপ্তানির ট্রেজারি শুল্ক-কর জমা দিতে চালু হলো ‘এ-চালান’
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচ ঘন্টায় নিহত ১৮, মোট প্রাণহানি ছাড়াল ৫৭ হাজার ২৬০
রংপুরের আট জেলার সব আসনে জামায়াত প্রার্থীর নাম ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা