বৃষ্টিতে ভিজে বন্যার্তদের ত্রাণ পৌঁছালেন সিংড়ার ইউএনও

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ২২:৩৯

একজন নারী কর্মকর্তা হয়েও নিজ দায়িত্ব পালনে রাত-দিন বিরামহীন ছুটে চলছেন নাটোরের সিংড়ার ইউএনও নাসরিন বানু। এরই ধারাবাহিকতায় রবিবার বৃষ্টিতে ভিজে বন্যার্তদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করতে ছুটে যান তিনি।

বন্যায় উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর ও আনন্দনগর গ্রামের পানিবন্দি প্রায় ৩০টি অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার ও চামারী ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম।

প্রসঙ্গত, ইউএনও নাসরিন বানু করোনা সম্পর্কে জনগণকে সচেতন করার পাশাপাশি নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছেন। ইতোমধ্যে মানবসেবার পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৬১ বস্তা চাল জব্দসহ প্রভাবশালী অপরাধীদের সাজার আওতায় এনে বেশ সুনামও কুড়িয়েছে। তার এসব কর্মকাণ্ডের জন্য তাকে ‘মানবিক নারী’ হিসেবে আখ্যা পেয়েছেন তিনি।

ঢাকাটাইমস/১২জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :