পাকুন্দিয়ায় কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ২১:১৪| আপডেট : ১৩ জুলাই ২০২০, ২১:৩৮
অ- অ+

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি কাঁচা মরিচ। সপ্তাহ খানেক আগেও ৭০ থেকে ৮০ টাকায় পাওয়া যেত এক কেজি মরিচ। এখন তা বেড়ে হয়েছে দ্বিগুণ। বৃষ্টি ও দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার কারণে ক্ষেত ডুবে যাওয়ায় মরিচের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার দুপুরে পাকুন্দিয়া পৌরসদর বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ টাকায় ক্রয় করছেন ক্রেতারা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। তাই পরিমাণে কম কিনতে হচ্ছে।

ব্যবসায়ীরা বলেন, প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারী দরে কিনতে হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। ওই কাঁচা মরিচ বিক্রি করতে গিয়ে কিছুটা নষ্টও হয়ে যাচ্ছে। ফলে ১৬০ টাকা দরে বিক্রি করলেও তেমন একটা লাভ হচ্ছে না। একই কারণে দাম বেড়েছে বেগুন, পটল, ঝিঙা, কাকরোল, পেঁপেসহ অন্যান্য সবজিরও।

ঢাকাটাইমস/১৩জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: টঙ্গীর তিন বিএনপি নেতাসহ ৪ জন বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা