রাজশাহীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২০, ১৫:৩২
অ- অ+

রাজশাহীর মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামে মোক্তার আলী (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বাড়ি সংলগ্ন পশ্চিমপাশের বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মোক্তার চাঁদপুর গ্রামের জয়নাল আলীর ছেলে। তিনি স্থানীয় বসন্ত কেদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

খবর পেয়ে সকালে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ এবং পুলিশ পরিদর্শক খালেদুর রহমান ঘটনাস্থলে যান। পুলিশ কর্মকর্তারা সেখান থেকে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠান।

ওসি মোস্তাক আহম্মেদ জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত মোক্তারের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহত মোক্তারের বাবা জয়নাল হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড় সীমান্তে ২৪ জনকে পুশইন করলো বিএসএফ
আজও ঢাকা বোর্ডের সামনে  এসএসসিতে ফেল করাদের বিক্ষোভ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা