কালিয়াকৈরে বন্যা পরিস্থিতির অবনতি, সড়কসহ শতাধিক ঘরবাড়ি প্লাবিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জুলাই ২০২০, ২২:৫৪

গাজীপুরের কালিয়াকৈরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তলিয়ে গেছে চলাচলের প্রধান সড়কগুলো, হাট বাজার, স্কুল কলেজ ও বাড়ি-ঘর। ক্রমেই বাড়ছে বন্যার পানি। অব্যাহত পানি বৃদ্ধিতে উপজেলার প্রধান কিছু সড়ক প্লাবিত হয়েছে। ফলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কালিয়াকৈর উপজেলার সদর হতে ফুলবাড়িয়া-মাওনা প্রধান সড়ক, ধামরাই সড়ক, বড়ইবাড়ি, জামালপুর, সফিপুর চাবাগানসহ পাঁচটিরও বেশি প্রধান সড়ক প্লাবিত হয়েছে। এসব সড়কে যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে। সড়কের অনেক স্থানে ভাঙনসহ খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এদিকে নতুন করে পানি বৃদ্ধি পাওয়াতে উপজেলার বেশ কিছু গ্রামের শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়েছে ওইসব গ্রামের শতশত মানুষ। বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে নানা দুর্ভোগ।

কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার ঢাকাটাইমসকে বলেন, এবারে বন্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে নিচু এলাকাগুলো। এছাড়াও বেশকিছু সড়ক তলিয়ে গেছে। আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় পদক্ষেপ নেয়া হবে।

কালিয়াকৈর-১ আসনের সংসদ সদস্য আ.ক.ম মোজাম্মেল হক বলেন, কালিয়াকৈরে বন্যা দুর্গত এলাকার পাঁচ হাজার পরিবারের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যারা ঘরবাড়ি হারা তাদের নিরাপদ স্থানে ঘড়বাড়ি করে দেয়া হবে। এবং যাদের ঘরবাড়ি করার জমিও নেই তাদের সরকারি জমিতে ঘর করে দেয়া হবে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

হালুয়াঘাট সীমান্তে বন্য হাতির আক্রমণে বৃদ্ধ কৃষক নিহত

এমভি আব্দুল্লাহ কুতুবদিয়ায় নোঙর করবে বিকালে

হরিণাকুন্ডুতে এসএসসিতে ফেল করায় কিশোরীর আত্মহত্যা

পাবনায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা, আহত ১০

রাজশাহীর কোন আম কবে বাজারে আসবে

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :