আসুন ঈদের আনন্দ চারিদিকে ছড়িয়ে দেই: সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ১৬:২৬
অ- অ+

বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলিম দেশে আগামীকাল (শনিবার) পালিত হবে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদের সময় দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানালেন সাকিব। যাতে করে ঈদের খুশি সবাই ভাগাভাগি করে নিতে পারে এজন্যই সাকিবের এই আহ্বান।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিব আল হাসান লিখেছেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আযহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।’

সাকিব এখন তার পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে রয়েছেন। আগামী মাস থেকে তিনি ইংল্যান্ডে অনুশীলন শুরু করতে পারেন। কারণ, সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ আগস্ট নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন তিনি।

জুয়াড়িদের কাছে প্রস্তাব পাওয়ার কারণে সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা হলো স্থগিত নিষেধাজ্ঞা।

(ঢাকাটাইমস/৩১ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা