শচীনের ব্যাটেই রেকর্ড গড়া ইনিংস খেলেছিলেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২০, ১০:৩৮| আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১১:১৬
অ- অ+

১৯৯৬ সালের কথা। নাইরোবিতে আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড গড়েন পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি। মাত্র ৩৭ বলে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। যে রেকর্ড পরবর্তী ১৮ বছর কেউ ভাঙতে পারেননি।

মজার বিষয় হলো, আফ্রিদির সে রেকর্ডগড়া সেঞ্চুরি করা ব্যাটটি ছিল ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। সে সময়কার সতীর্থ ওয়াকার ইউনিসের কাছ থেকে ব্যাটটি নিয়েছিলেন আফ্রিদি। আর ওয়াকারকে ব্যাটটি উপহার দিয়েছিলেন শচীন। এত বছর পর সে স্মৃতি মনে করিয়ে দিলেন পাকিস্তানেরই আরেক সাবেক ক্রিকেটার আজহার মেহমুদ। সে ম্যাচে মাত্র ৪০ বলে ১০৪ রান করেন আফ্রিদি।

আফ্রিদির সে ইনিংস নিয়ে পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার আজহার মেহমুদ বলেন, ‘১৯৯৬ সালে নাইরোবি ম্যাচেই আত্মপ্রকাশ পায় ব্যাটসম্যান শহিদ আফ্রিদির। ওই টুর্নামেন্টে খেলারই কথা ছিল না তাঁর। কিন্তু মুশি (মুশতাক আহমেদ) হঠাৎ চোট পাওয়ায় আফ্রিদিকে দলে নেওয়া হয়। শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে নেট অনুশীলনে বোলারদের পিটিয়ে ছাতু বানালেন আফ্রিদি। তখনই ঠিক হয় ছয় নম্বরের বদলে তিন নম্বরে ব্যাট করতে নামবেন তিনি।’

আজহার আরো বলেন, ‘তিন নম্বরে নামার আগে ওয়াকার ইউনিসের কাছে ব্যাট চান আফ্রিদি। আমরা সবাই জানি, শচীন ওয়াকারকে ব্যাট উপহার দিয়েছিলেন। আর সে ব্যাট নিয়েই মাঠে নেমেছিলেন আফ্রিদি। সেদিন থেকেই বোলারের পাশাপাশি ব্যাটসম্যান হিসেবে নিজের দক্ষতা প্রকাশ করেন আফ্রিদি।’

পাকিস্তান ক্রিকেটে গৌরবোজ্জ্বল নাম শহিদ আফ্রিদি। ২০১১ সালের বিশ্বকাপে পাকিস্তানকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি। দীর্ঘদিন পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো বেশ দাপিয়ে বেড়াচ্ছেন এই পাকিস্তানি ক্রিকেটার।

(ঢাকাটাইমস/০৪ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ
মাধবপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 
আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে: টুকু
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে রূপালী ব্যাংকের প্রথম স্থান অর্জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা