হাওর ঘুরে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২২:৩৪ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ২২:৩২

একদিনের সফরে এসে কিশোরগঞ্জের হাওর এলাকা ঘুরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার (৪ আগস্ট) তিনি জেলার নিকলী, মিঠামইন ও অষ্টগ্রামের হাওর এবং ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি হাওর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা থেকে সড়ক পথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে নৌ-পথে দুপুরে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে যান। সেখানে ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশীদের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন।

পরে তিনি পুলিশের গাড়িতে চড়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্বপ্নের ৩৫ কিলোমিটার অলওয়েদার সড়ক ও ধলেশ্বরী নদীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেতু পরিদর্শনে অষ্টগ্রাম যান।

হাওর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশীদ, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিকালে মিঠামইন সরকারি ডাক বাংলার সামনে গার্ড অব অনারের পূর্বে স্থানীয় এমপি রাষ্ট্রপতির তনয় রেজওয়ান আহাম্মদ তৌফিক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে অভ্যর্থনা জানান।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, সদর উপজেলা চেয়ারম্যান শরিফ কামাল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোবারক আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাইনুদ্দিন খান্দকার প্রমুখ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে মিঠামইনবাসীর পক্ষ থেকে অভ্যর্থনা জানান।

রাতে রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব প্রয়াত মরহুম আবদুল হাইয়ের করব জিয়ারত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে নৈশভোজের আয়োজন করেন।

নৈশভোজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকার উদ্দেশ্যে মিঠামইন ত্যাগ করেন।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএ)

একদিনের সফরে এসে কিশোরগঞ্জের হাওর এলাকা ঘুরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার (৪ আগস্ট) তিনি জেলার নিকলী, মিঠামইন ও অষ্টগ্রামের হাওর এবং ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি হাওর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা থেকে সড়ক পথে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে নৌ-পথে দুপুরে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে যান। সেখানে ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশীদের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন।

পরে তিনি পুলিশের গাড়িতে চড়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্বপ্নের ৩৫ কিলোমিটার অলওয়েদার সড়ক ও ধলেশ্বরী নদীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সেতু পরিদর্শনে অষ্টগ্রাম যান।

হাওর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, ডিএমপির তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশীদ, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিকালে মিঠামইন সরকারি ডাক বাংলার সামনে গার্ড অব অনারের পূর্বে স্থানীয় এমপি রাষ্ট্রপতির তনয় রেজওয়ান আহাম্মদ তৌফিক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে অভ্যর্থনা জানান।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, সদর উপজেলা চেয়ারম্যান শরিফ কামাল, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোবারক আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাইনুদ্দিন খান্দকার প্রমুখ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে মিঠামইনবাসীর পক্ষ থেকে অভ্যর্থনা জানান।

রাতে রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব প্রয়াত মরহুম আবদুল হাইয়ের করব জিয়ারত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে নৈশভোজের আয়োজন করেন।

নৈশভোজ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকার উদ্দেশ্যে মিঠামইন ত্যাগ করেন।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :