স্পোকেন ইংলিশের ই-বুক আনল রবি-টেন মিনিট স্কুল

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ১৯:১৭
অ- অ+

প্রথমবারের মতো সকল বয়সী শিক্ষার্থীদের জন্য স্পোকেন ইংলিশের ওপর ই-বুক 'ঘরে বসে Spoken English' আনল রবি-টেন মিনিট স্কুল। অনলাইন প্রকাশের মাত্র দুই মাসের মধ্যে ইবুকটি ৭০ হাজারের বেশি কপি বিক্রি হয়ে অনলাইন বেস্টসেলারের স্বীকৃতি পেয়েছে এটি। সমাজে সবার আর্থ-সামাজিক অবস্থার কথা বিবেচনা করে ইবুকটির মূল্য মাত্র ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের বাইরেও বেশ সাড়া ফেলেছে ই-বুকটি। ইতোমধ্যে কাতার, মালয়েশিয়া, ভারত, সিঙ্গাপুর ও আমেরিকাতে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি ই-বুকটি কিনেছেন।

মুনজেরিন শহীদ রচিত এবং রবি-টেন মিনিট স্কুল প্রকাশিত 'ঘরে বসে ‘Spoken English' অনলাইন বইটিতে স্পোকেন ইংলিশ প্রয়োগের সবগুলো ক্ষেত্রের জন্য ৭২টি অধ্যায় রয়েছে। একজন ব্যক্তি ইংরেজিতে কথা বলার সময় যে যে ঘটনার মুখোমুখি হতে পারেন এমন প্রায় সব ঘটনার সমন্বয়ে ‘ইজি-মিডিয়াম-হার্ড-অ্যাডভান্সড’ স্তর অনুসারে ইবুকটি সাজানো হয়েছে।

ইংরেজিতে নিজেকে পরিচয় করিয়ে দেয়া এবং ইংরেজিতে আবহাওয়া সম্পর্কে কথা বলার মতো সহজ বিষয়গুলির পাশাপাশি প্রেজেন্টেশন, ভিসার সাক্ষাৎকার, বিদেশীদের সাথে কথা বলা এবং ইংরেজিতে অনুষ্ঠান পরিচালনার মতো কঠিন বিষয়গুলো ই-বুকটিতে অন্তর্ভুক্ত রয়েছে। ইংরেজি বাগধারা, সাধারণ স্পোকেন ইংলিশের ভুল, উচ্চারণের ভুল এবং এই জাতীয় অনেকগুলো জটিল বিষয় নিয়ে ই-বুকটিতে ১০টি অধ্যায় রয়েছে।

বইটি আইইএলটিএস পরীক্ষার স্পোকেন বিভাগ, চাকরির সাক্ষাৎকার, উপস্থাপনা, ভাইভা এবং দৈনন্দিন ইংরেজি ভাষায় কথা বলার জন্য বিশেষভাবে প্রযোজ্য। এছাড়া বিদেশে চাকরি বা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আগ্রহী ব্যক্তিদের জন্য বইটি খুবই সহায়ক হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লায়েড ল্যাঙ্গুয়েস্টিক অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বিষয়ে প্রথম বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন ই-বুকটির লেখক মুনজেরিন শহীদ। তিনি এই অক্টোবর থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড ল্যাঙ্গুয়েস্টিক অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এক্যুইজিশন বিষয়ে তার দ্বিতীয় মাস্টার্স ডিগ্রির পড়াশোনা শুরু করতে যাচ্ছেন। মুনজেরিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য মর্যাদাপূর্ণ ব্রিটিশ চেভেনিং বৃত্তি পেয়েছেন।

'ঘরে বসে Spoken English' বইটি 10ms.app/download1এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে।

(ঢাকাটাইমস/৬আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রামগঞ্জে নারীকে গলা কেটে হত্যা
ইতালির সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা ভয়ানক লাভা ছড়াচ্ছে
রোনালদোপুত্রের অভিষেকে পর্তুগালের জয়, পিতার আবেগঘন পোস্ট
সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা