অতিরিক্ত বাস ভাড়া বাতিলের দাবি

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৭:১১

অতিরিক্ত বাস ভাড়া বাতিল, করোনা রোগীর প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নিশ্চিত করার দাবিতে মাগুরায় মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা করোনা দুর্যোগ মোকাবিলায় গণকমিটি এ মানববন্ধনের আয়োজন করে।

কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দেন জেলা করোনা দুর্যোগ মোকাবিলায় গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী, কেন্দ্রীয় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু, জেলা গণকমিটির সদস্য সচিব এটিএম আনিসুর রহমান, বাহারুল হায়দার বাচ্চু প্রমুখ।

সমাবেশে বক্তারা, বর্ধিত বাস ভাড়া বাতিল, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন, হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই, আইসিইউ ও ভেন্টিলেটরসহ করোনা রোগীর পাশাপাশি সাধারণ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ ও কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা অংশ নেন।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :