রণবীর লাগাতার কচি মেয়েদের দিকে ছোটে: কঙ্গনা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২০, ১২:০৪
অ- অ+

ঠোঁটকাটা হিসেবে বলিউডে বেশ পরিচিতি আছে অভিনেত্রী কঙ্গনা রানাউতের। অন্যের খুঁত ধরতে তিনি সিদ্ধহস্ত। করো কিছু দেখলে সেটা মুখের উপর বলে দিতে একবিন্দু ভাবেন না ‘কুইন’ খ্যাত এই নায়িকা। এবার কঙ্গনার টার্গেট রণবীর কাপুর। বললেন, ‘মেয়ে দেখলেই রণবীর ধাওয়া করে। ও লাগাতার কচি মেয়েদের দিকে ছোটে।’

সম্প্রতি দেয়া একটি সাক্ষাৎকারে কঙ্গনা প্রশ্ন তোলেন, ‘রণবীর ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে সব মেয়েদের পেছনে ছুটছে। ও একজন সিরিয়াল স্কার্ট চেজার। কিন্তু কেউ কি ওকে প্রকাশ্যে ধর্ষক বলেছে?’

দীপিকা পাড়ুকোনকেও খোঁচামেরে কথা বলেন বিতর্কিত এই নায়িকা। তিনি বলেন, ‘দীপিকা একজন স্বঘোষিত মানসিক রোগী। কিন্তু কেউ কি ওকে সাইকো বা ডাইনি বলার সাহস দেখিয়েছে? দেখায়নি। এগুলো কেবলমাত্র ছোট শহর থেকে আসা ছেলেমেয়েদেরই প্রাপ্য।’

এই মন্তব্য নিয়ে রণবীর বা দীপিকা মুখ না খুললেও জবাব দেন এক ভক্ত। তিনি কঙ্গনাকে উদ্দেশ্য করে টুইটারে লেখেন, ‘রণবীর অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘তামাশা’, ‘সঞ্জু’র মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন। ‘তামাশা’ এখনো দর্শকের পছন্দের তালিকায়। কাজেই এসব ভুলভাল তথ্য দিয়ে লাভ নেই। আপনার প্রথম সিনেমাই দর্শক পছন্দ করেছিল। তারপর আর করেনি।’

যদিও ওই ব্যক্তির টুইটের উত্তরে পরে কঙ্গনা আর কিছু লিখেননি। তবে এখনো সময় আছে। ছেড়ে দেয়ার পাত্রী নন কঙ্গনা। বলিউড ইন্ডাস্ট্রির সবাই জানেন যে, কঙ্গনা কাউকে ছেড়ে কথা বলেন না। হোক সে নামী অভিনয়শিল্পী বা পরিচালক-প্রযোজক। সময় মতো ঠিকই তিনি এর জবাব দেবেন।

ঢাকাটাইমস/১৮আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রেনে কাটা পড়ে দক্ষিণখান থানার এসআইয়ের মৃত্যু
গরমে আমের সঙ্গে যেসব খাবার খেলে হতে পারে বিষক্রিয়া
নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ভারতের নতুন মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথেই ধ্বংস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা