ভিয়েতনাম থেকে কারখানা সরিয়ে ভারতে আনছে স্যামসাং

ভিয়েতনাম থেকে স্মার্টফোন কারখানা সরিয়ে ভারতে উৎপাদন শুরু করতে যাচ্ছে স্যামসাং। প্রতিষ্ঠানটি ভারতে ৪০ বিলিয়ন ডলার মূল্যের ইলেকট্রনিক ডিভাইস উৎপাদন করার চূড়ান্ত পর্যায়ের পরিকল্পনা করছে।
এই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে, ভিয়েতনামে থাকা স্যামসাংয়ের বর্তমান ইউনিটের ওপর একটি বড়সড় প্রভাব পড়তে চলেছে।
উল্লেখ্য, চীনের পর ভিয়েতনাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং হাব।
রিপোর্টে এটাও বলা হয়েছে, আগামি পাঁচ বছরের জন্য এদেশে ৪০ বিলিয়ন ডলার মূল্যের স্মাটফোন উৎপাদনের উদ্দ্যেশে স্যামসাং ভারত সরকারেও কাছে একটি এস্টিমেট সাবমিট করেছে। এই প্রস্তাবিত ইনভেস্টমেন্টের মধ্যে ২৫ বিলিয়ন ডলারই হয়তো বিনিয়োগ করা হবে সংস্থার যেসব স্মার্টফোনের বাজার মূল্য ২০০ ডলার। এছাড়া স্যামসাং এই মেড ইন ইন্ডিয়া ফোনগুলো প্রতিবেশি দেশগুলোতে রপ্তানি করবে।
এদিকে বাংলাদেশে গত কয়েকবছর ধরে স্মার্টফোন উৎপাদন করছে স্যামসাং।
(ঢাকাটাইমস/১০আগস্ট/এজেড)

মন্তব্য করুন