সিআর দত্তের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির শোক

মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব:) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
মঙ্গলবার এক শোকবার্তায় উপাচার্য সি আর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় উপাচার্য বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বীর উত্তম সিআর দত্তের বীরত্বগাঁথা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অসীম বীরত্ব, সাহসিকতা ও দেশপ্রেম এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো।
ঢাকাটাইমস/২৬আগস্ট/এমআর

মন্তব্য করুন