নানা দাবিতে নারী উন্নয়ন ফোরামের স্মারকলিপি

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৫
অ- অ+

স্থানীয় সরকারের উপজেলা ও ইউনিয়ন পরিষদে বরাদ্দ হওয়া বার্ষিক বাজেটের তিন শতাংশ এবং পরিষদের নানা প্রকল্প নির্বাচিত নারী সদস্যদের মাধ্যমে ২৫ শতাংশ বাস্তবায়নের দাবিতে নারী উন্নয়ন ফোরাম সারাদেশে স্মারকলিপি দিয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের সংগঠন নারী উন্নয়ন ফোরাম এই স্মারকলিপি দেয়। তার অংশ হিসেবে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বিরুল ইসলামের কাছে স্মারকলিপি দেন নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।

খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্বে থোকা নারী উন্নয়ন ফোরামের সমন্বয়কারী ও জেলা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উন্নয়ন কর্মী রিজিয়া পারভীন বলেন, ‘২০১৫ সালের ৩১ মে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী স্থানীয় সরকারের উপজেলা ও ইউনিয়ন পরিষদে বরাদ্দ হওয়া বার্ষিক বাজেটের ৩ শতাংশ এবং পরিষদের নানা প্রকল্প নির্বাচিত নারী সদস্যদের মাধ্যমে ২৫ শতাংশ বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করে। কিন্তু উপজেলা পরিষদ সরকারের সেই নির্দেশনা অনেক ক্ষেত্রেই মানছে না। তাই অবিলম্বে সরকারের দেয়া নির্দেশনা মানার দাবিতে নারী উন্নয়ন ফোরামের ব্যানারে খুলনা ও বরিশাল বিভাগের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে একযোগে স্মারকলিপি দেয়া হলো।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিতি ছিলেন- বাগেরহাট পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর তানিয়া খাতুন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মমতা সেনসহ বিভিন্ন পরিষদের নারী নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এএস/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা