কুয়েতে প্রথম আট নারী বিচারকের শপথ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৯
অ- অ+

কুয়েতে বৃহস্পতিবার আটজন নারী বিচারক শপথ গ্রহণ করেছেন। বিচারকের দায়িত্ব পালনে নারীদের সুযোগ দেয়ার ব্যাপারে দীর্ঘ আইনি লড়াইয়ের পর উপসাগরীয় এ রাষ্ট্রে এই প্রথমবারের মতো তারা এ পদে শপথ নিলেন। খবর এএফপি’র।

সরকারি কুয়েত বার্তা সংস্থা (কেইউএনএ) জানায়, সুপ্রিম কোর্টে বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ৫৪ জনের মধ্যে তারা রয়েছেন।

কুয়েতের সুপ্রিম জুডিশিয়াল পরিষদ এবং বাতিলকরণ আদালতের চেয়ারম্যান ইউসেফ আল- মাতাওয়ার বরাত দিয়ে কেইউএনএ জানায়, মেয়াদকালের পর নারী বিচারকদের কাজ মূল্যায়ন করা হবে।

তবে তাদের মেয়াদকাল কতদিন হবে সে ব্যাপারে মাতাওয়া সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি।

কুয়েতি উইমেন্স কালচারাল অ্যান্ড সোশ্যাল সোসাইটির প্রধান লুলওয়া সালেহ আল-মুল্লা জানান, বিচারক হিসেবে দায়িত্ব পালনে নারীদের অধিকার আদায়ে তার সংগঠন দীর্ঘদিন ধরে লড়াই করছিল।

তিনি এএফপি’কে বলেন, ‘এই নিয়োগ হৃদয়গ্রাহী। আমরা বিশ্বাস করি যে অগ্রসর দেশগুলোর মানের দিকে এগিয়ে যেতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। কুয়েতের নারীরা ২০০৫ সালে তাদের ভোটাধিকার এবং রাজনৈতিক দপ্তর চালানোর অনুমতি পান।

চার বছর পর দেশটিতে প্রথম নারী আইন প্রণেতা নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা