টাইফুনে ক্ষতিগ্রস্ত এলাকায় কিম, প্রাদেশিক নেতাকে বরখাস্ত

গুরুতর অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে এসেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। শনিবার টাইফুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তিনি। এসময় দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় স্থানীয় প্রাদেশিক দলীয় কমিটির চেয়ারম্যানকে বরখাস্ত করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন কিম। খবর রয়টার্সের।
বিশ্বের সবচেয়ে চর্চিত নেতাদের মধ্যে অন্যতম উত্তর কোরিয়ার চেয়ারম্যান কিম জং উন। বেশ কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছে, কিছুদিন খোঁজ না পাওয়া গেলেও ফের জনসম্মুখে দেখা দিয়েছেন তিনি। সম্প্রতি আবারো তেমন একটি গুজব ছড়িয়ে পড়ার পর তার ছবি প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।
কেসিএনএ জানিয়েছে, টাইফুন মায়সাকে দেশটির দক্ষিণ ও উত্তরের হ্যামইয়ঙ প্রদেশের উপকূলীয় এলাকায় অন্তত এক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অল্প কয়েকটি বিল্ডিং ও কৃষিজমি বাদে বাকি সব তলিয়ে গিয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পুনরুদ্ধার প্রচেষ্টা সম্পর্কিত একটি কার্যনির্বাহী কমিটির বৈঠকে নেতৃত্ব দেন কিম। এসময় তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। বৈঠকে তিনি প্রাদেশিক দলীয় কমিটির চেয়ারম্যানকে সরিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ দেন। দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে কেসিএনএ।
এর আগে একটি খোলা চিঠিতে কিম দলীয় কর্মীদের কঠিন পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছিলেন। করোনা মহামারিতে বিশ্বে যে সংকট তৈরি হয়েছে সে বিষয়েও সতর্ক করেছিলেন তিনি। ওই চিঠিতে জানিয়েছিলেন, বন্যা ও টাইফুনে ক্ষতিগ্রস্ত অঞ্চলে ১২ হাজার দলীয় সদস্যকে সাহায্যের জন্য পাঠানো হবে।
বিশ্ব থেকে বিচ্ছিন্ন উত্তর কোরিয়া চলতি বর্ষা মৌসুমে রেকর্ড ভারী বৃষ্টিপাত, বন্যা ও জলোচ্ছ্বাসের কবলে পড়েছে।
ঢাকা টাইমস/০৬সেপ্টেম্বর/একে

মন্তব্য করুন