পাটুরিয়ায় পারাপারের অপেক্ষায় তিন শতাধিক ট্রাক

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:১০

নাব্য সংকটে ব্যহত হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি পারাপার। এদিকে শিমুলিয়া ঘাট বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকের চাপ পড়েছে পাটুরিয়া ঘাটে। যাত্রীবাহী বাস পারাপারে কোনো ভোগান্তি না থাকলেও আটকে আছে তিন শতাধিক ট্রাক।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নাব্য সংকটের কারণে ফেরি চলাচলে অতিরিক্ত সময় লাগছে। স্বাভাবিক সময়ের চাইতে দ্বিগুণ সময় লাগছে ফেরি পারাপারে। নাব্য সংকট কাটাতে নদীতে ড্রেজিং কার্যক্রম চলছে। ঘাটে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মাইক্রোবাস পার করা হচ্ছে। সেই সঙ্গে জরুরি অত্যাবশ্যকীয় ট্রাক দ্রুত পার করা হচ্ছে। এছাড়া যাত্রীবাহী বাস না থাকলে সেই সময় ট্রাক পারাপার করা হচ্ছে।

তবে ছোট বড় ১৭টি ফেরি চলাচল করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :