পতিতার জীবনের গল্পে ‘গুলশানের চামেলী’

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৭
অ- অ+

কারাগারের মধ্যে চেয়ারের সঙ্গে এক নারীকে বেঁধে রাখা হয়েছে। অন্ধকার চারপাশ। চেয়ারের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত। সৈকত নাসির পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমার পোস্টারে এমন দৃশ্যই চোখে পড়ল। রহস্যঘেরা এ পোস্টার চমক তৈরি করেছেন সিনেমাপ্রেমীদের মাঝে। সোমবার এ পোস্টার প্রকাশ করেন নির্মাতা সৈকত নাসির।

সিনেমাটি প্রযোজনা করছেন মোহাম্মদ ইকবাল। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘গুলশানের চামেলী সিনেমা নিয়ে পরিকল্পনা অনেক আগের। তারই ধারাবাহিকতায় সিনেমার পোস্টার প্রকাশ করা হয়েছে। এটি একটি নারী প্রধান ছবি। এর নায়িকা এখনো ঠিক হয়নি। তবে জয়া আহসান ও স্বস্তিকার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়নি। খুব শিগগির সব পাকাপাকি হবে।’

ছবিটি নিয়ে পরিচালক সৈকত নাসির বলেন, ‘গুলশানের চামেলী’ শুটিং নতুন বছরের জানুয়ারি থেকে শুরু করব। এর মধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শেষ করব। আগামী রোজার ঈদে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে। পতিতার জীবনের গল্প সিনেমাটিতে ফুটিয়ে তোলা হবে। যে বিনা অপরাধে শাস্তি পায়। যিনি হবেন এই সিনেমার নায়ক আবার খলনায়ক। এ ছবির চিত্রনাট্য রচনা করছেন আবদুল্লাহ জহির বাবু।’

ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএম/এইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা