বিদেশিদের প্রবেশে অনুমতি চীনের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৭| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৫
অ- অ+

করোনাভাইরাস মহামারির কারণে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল চীন। তবে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। বৈধ আবাসিক অনুমতি প্রাপ্ত বিদেশিরা চীনে ফিরতে পারবেন।

করোনার সংক্রমণ রুখতে গত মার্চ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল চীন। এরপর বুধবার জানানো হয়, ধীরে ধীরে প্রবেশের অনুমতি মিলছে বিদেশিদের। খবর এপির।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যে সকল ব্যক্তি চাকরি সূত্রে থাকার অনুমতি রয়েছে এবং যাদের দুই ধরনের পারিবারিক রিইউনিয়নের অনুমতি রয়েছে, তারা এখন ডকুমেন্টসের আবেদন না করেই চীনে প্রবেশ করতে পারেন।

তবে করোনা রোধে চীন যে অ্যান্টি মহামারি নীতি চালু করেছে তা কঠোর ভাবে মেনে চলতে হবে বিদেশিদের।

এর অর্থ হল, বিদেশিদের অবশ্যই কোভিড ১৯ পরীক্ষা করতে হবে ও ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর আগে ৩৬টি ইউরোপীয় দেশ থেকে বিদেশি নাগরিকদের পুনরায় ভিসার আবেদন করার অনুমতি দেয়।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর কঠোর বিধিনিষেধ আরোপ করে করোনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় চীন। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশটির অবস্থা।

ঢাকা টাইমস/২৪সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে সংকট হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখায়: দুদু
ঘুমন্ত নগরী
জুলাই মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে: রাশেদ প্রধান 
পদ্মা সেতু দুর্নীতি মামলা: ফের অনুসন্ধানে দুদক, মোশাররফের বিরুদ্ধে অনিয়মের তথ্য উদঘাটন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা