মার্চে বিপিএল আয়োজনের ভাবনায় বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:১৪
অ- অ+

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এলোমেলো হয়ে গেছে পুরো ক্রিকেট বিশ্ব। তবে মহামারীর প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফিরছে ক্রিকেট। সেই আবহেই ক্রিকেটাররা অনুশীলন শুরুর পর ক্রিকেটীয় সব ধরনের কার্যক্রমে ফেরার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর আয়োজনের পরিকল্পনাও চলছে।

বিপিএলের সপ্তম আসর মাঠে গড়ায় গত ডিসেম্বরে। চলতি বছরের ডিসেম্বরে অষ্ট আসর শুরু করার কথা ছিল। তবে করোনা ভাইরাসের কারণে সেপ্টেম্বরের শেষদিকেও খেলা মাঠে ফেরানো যায়নি। তবে শীঘ্রই ঘরোয়া ক্রিকেট শুরুর পরিকল্পনা থাকা বোর্ড আগামী মার্চে বিপিএল আয়োজন করতে চায়। তার আগে ঘরোয়া ক্রিকেটের সবগুলো টুর্নামেন্টের একটি করে আসরও সম্পন্ন হবে।

তবে বিপিএল আয়োজনের আগে আসরে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করেতে চায় বিসিবি।

এ বিষয়ে ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকবাজকে বিসিবির সদস্য সচিব ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক বলেন, ‘বিপিএলে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার খেলেন। আম্পায়ার, ব্রডকাস্টিং ইউনিটের সদস্য-ওদেরও থাকার ব্যবস্থা করতে হয়। বড় তারকাদের আনা না গেলে বিপিএলে আকর্ষণ থাকবে না।’

আর তাই বিদেশিদের কাছে বাংলাদেশে খেলা সহজ হিসেবে তুলে ধরা বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে বাইরের অনেক দেশে সফরের জায়গা হিসেবে বাংলাদেশ বর্তমানে কিছুট ঝুঁকিপূর্ণ। অবশ্য মল্লিক আশাবাদী, প্রিমিয়ার লিগের মত আসর্ আয়োজন করে বাংলাদেশ বিপিএল আয়োজনের জন্য নিজেদের যোগ্য হিসেবে জাহির করতে পারবে।

তিনি আরও জানান, ‘আমরা মার্চে বিপিএল আয়োজনের চেষ্টা করতে পারি। তবে এটা নির্ভর করছে বিশ্বের করোনা পরিস্থিতির উপর।’

(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
মাস্কের নতুন দল গঠনকে ‘উদ্ভট’ বললেন ট্রাম্প, সমালোচনা করলেন নিজেরই নাসা প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা