মাদককাণ্ডে বিপদ কাটেনি দীপিকা-সারার

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৩
অ- অ+

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা পেছনে গিয়ে এখন সামনে এসেছে বলিউডের মাদককাণ্ড। এ নিয়ে এরই মধ্যে তদন্তকারীদের জেরার মুখে পড়েন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীত সিং। তবে এতেই তাদের বিপদ কেটে যায়নি। বরং তাদেরকে ফের সমন পাঠানো হতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সামনে পড়ে ৪ অভিনেত্রী প্রায় একযোগে দাবি করেছেন, জীবনে কখনও তারা মাদক সেবন করেননি। তাদের ম্যানেজাররাও প্রায় একই দাবি করেছেন। এমনকী 'ডুব', 'হ্যাশ', 'মাল' এর মানে কী, তা নিয়েও একই রকম তথ্য দেন দীপিকা, রাকুলপ্রীতরা। যা নিয়ে এনসিবি সন্তুষ্ট হতে পারেনি। সেই কারণেই ফের তাদের দ্বিতীয়বার সমন পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এনসিবির তরফে এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

এরই মধ্যে দীপিকার ক্রেডিট কার্ড ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো মাদক কারবারী বা পাচারকারীর সঙ্গে দীপিকা লেনদেন করেছেন কি না, তা খতিয়ে দেখতেই তা বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। দীপিকার পাশাপাশি সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রাকুল প্রীত সিংয়ের কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিকে মাদক মামলায় ইচ্ছাকৃতভাবে পরিচালক প্রযোজক করণ জোহরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন ধর্মা প্রোডাকশনের ডিরেক্টর ক্ষিতিজ প্রসাদ। করণ জোহরের নাম করে অভিযোগ করলে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও দাবি করেছেন তিনি।

ঢাকা টাইমস/২৯সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
আবারো কন্যা সন্তানের বাবা হলেন নেইমার
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’ সেই ব্যাংক কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা