নুরকে ক্ষমা চাওয়ার আহ্বান বিজেসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০, ০৯:৩২| আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০৯:৩৫
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের একাত্তর টেলিভিশনকে বর্জনের ডাক ও সাংবাদিককে হুমকির ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

বুধবার সংগঠনটির এক বিবৃতিতে অনতিবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধের এবং কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, না হলে নুরকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।

বিবৃতিতে বলা হয়, দেশের অন্যতম সংবাদভিত্তিক টিভি চ্যানেল একাত্তর টিভিকে বর্জনের ডাক দেয়ার পাশাপাশি ওই টেলিভিশনের একজন সাংবাদিককে লাগাতার হুমকি দেয়া ও টেলিফোনে অশ্লীল গালাগালির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। বিজেসি মনে করে, যেকোনো নির্যাতনের ঘটনায় অভিযুক্তেরও অধিকার আছে আত্মপক্ষ সমর্থনের। সাংবাদিকতার নীতি মেনেই তা প্রকাশ করা হয়। সেই নীতি মেনেই ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আনা ধর্ষণে সহযোগিতা ও নির্যাতিত নারীর প্রতি দেয়া অবমনানাকর বক্তব্যের বিষয়ে তার বক্তব্য জানতে একাত্তরের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিলে। কিন্তু নুর বক্তব্য না দিয়ে সামাজিক মাধ্যমে ওই সাংবাদিকের টেলিফোন নাম্বার প্রকাশ করেন। বক্তব্য না দেয়া তার ব্যক্তি অধিকারের মধ্যে পড়ে, কিন্তু তিনি কোনোভাবেই সামাজিক মাধ্যমে সাংবাদিকের ফোন নাম্বার প্রকাশ করতে পারেন না।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা এরই মধ্যে লক্ষ্য করছি সাংবাদিকের নাম্বার প্রকাশ করার পর থেকেই নুরের অনুসারীরা ওই সাংবাদিকের নাম্বারে ফোন করে লাগাতার অশ্লীল ভাষায় গালাগাল করার পাশাপাশি তাকে হত্যাসহ নানান হুমকিও দিচ্ছেন। সেইসাথে তার অনুসারীরা একাত্তরকে বর্জনের আহ্বান জানিয়ে ফেসবুক পেজ খুলে সেখানে নানান উস্কানিমূলক অসত্য বক্তব্য প্রচার করেছেন। সঙ্গে যুক্ত হয়েছে ধর্মান্ধ মৌলবাদী চক্রও। নুর ও তার অনুসারীদের এই আচরণ স্বাধীন সাংবদিকতা ও সব ধরণের নৈতিকতা বিরোধী। এই ধরণের কর্মকাণ্ড প্রচলিত আইনেরও পরিপন্থী।

বিবৃতিতে অনতিবিলম্বে এইসব কর্মকাণ্ড বন্ধ করে নুর ও তার অনুসারীদের ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয় বিজেসির বিবৃতিতে। অন্যথায় নুরকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব উস্কানিমূলক ও অসত্য বক্তব্য প্রচার করা হয়েছে তা সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট কর্তপক্ষের প্রতিও আহ্বান জানায় বিজেসি।

ঢাকাটাইমস/১৫অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা