স্টেজ ফোর ক্যানসারের রোগী কতদিন বাঁচে?

ডা. হাসান শাহরিয়ার কল্লোল
| আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১৬:০৩ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০, ১৬:০১

ক্যানসার রোগীদের একটা গ্রুপে একজন রোগীর আত্মীয় আলোচনা করছিলেন একটা কমন বিষয় নিয়ে। তার রোগীকে বাংলাদেশের ডাক্তাররা বলেছিলেন আর ছয় মাস বাঁচতে পারেন কিন্তু তিনি কয়েক বছর বেঁচে আছেন।

কেন এমনটি ঘটে? কিসের ভিত্তিতেই বা ডাক্তাররা বলেন যে রোগী কতদিন বেঁচে থাকতে পারে? শুরুতে তাহলে জানি স্টেজ ফোর ক্যানসার কি? স্টেজ ফোর ক্যানসার হচ্ছে সেই ক্যানসার যা তার মূল যে অঙ্গে তৈরি হয়েছে সেখান থেকে রক্ত প্রবাহ, লসিকা গ্রন্থি বা অন্য কোনো উপায় অন্য কোনো একটি অঙ্গে ছড়িয়ে পড়েছে যেই অঙ্গটি ওই ক্যানসার আক্রান্ত অঙ্গের আশপাশে সংযুক্ত অবস্থায় নেই।

স্টেজ ফোর ক্যানসারে অনেক সময় প্যালিয়েটিভ থেরাপিতেও মানুষ অনেক দিন বেঁচে থাকতে পারে। এটা অনেক কিছুর ওপর নির্ভর করে। যেমন- কতগুলো জায়গায় মেটাসটেসিস হেয়েছে, প্যালিয়েটিভ থেরাপি দেয়ার পর টিউমারটি কেমন রেসপন্স করছে, রোগীর শারীরিক শক্তি কেমন, টিউমারটি এর বায়োলজিক্যাল ক্যারেক্টার বা জৈবিক বৈশিষ্ট্য কেমন ইত্যাদি।

সুতরাং আমরা সাধারণত রোগীদেরকে যেই পরিসংখ্যানগুলো দেই সেটা হচ্ছে একটা জেনারেল পরিসংখ্যান। ধরুন আপনার চিকিৎসক যদি আপনাকে বলে যে স্টেজ ৪ ক্যানসারে সারভাইভাল ৬ মাস। তার মানে হচ্ছে অধিকাংশ রোগী ছয় মাসের মধ্যে মারা যাবে। কিন্তু তার মানে এই নয় যে সবাই ছয় মাসের মধ্যে মারা যাবে।

আমরা সাধারণত ক্যানসার চিকিৎসার ফলাফলকে ‘ওভার অল সারভাইভাল’ দিয়ে মেপে থাকি। অর্থাৎ চিকিৎসার পর যদি শতকরা ১০০ ভাগ রোগী পাঁচ বছর বেঁচে থাকে, তাহলে আমরা বলি ‘ফাইভ ইয়ার্স সারভাইভাল’ ১০০%। আবার যদি দেখা যায় কোনো একটি চিকিৎসার পর ৫০ ভাগ রোগী ৫ বছর বেঁচে থাকে সে ক্ষেত্রে এর সারভাইভাল হবে ফিফটি পার্সেন্ট। তার অর্থ দাঁড়াচ্ছে ১০০ জনের মধ্যে ৫০ জন রোগী পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকবে কিন্তু বাকি ৫০ জন কিন্তু তার আগেই মারা যাবে। এবং সেই বেঁচে থাকা কিংবা মারা যাওয়াটা নির্ভর করবে আগে বলা নিয়ামকগুলোর ওপর।

সেজন্য সারভাইভাল সম্পর্কে ভবিষ্যদ্বাণী করাটা একটু কঠিন এবং সেটা না করাটাই আমি পছন্দ করি। সুতরাং ক্যানসারের রোগীদের জন্য আমি বলব, হতাশ হবেন না, চিকিৎসা চালিয়ে যান। আমি আমার রোগীদের যে কথাটা বলে থাকি (যেটা অবশ্য আমি আমার মেন্টর Prof Melissa Teo-র কাছ থেকে শিখেছিলাম)... ক্যানসারের চিকিৎসা হচ্ছে একটা ‘লম্বা পথচলা’র মতো, এটা কোনো গন্তব্য নয় (Cancer treatment is not a destination, it's a journey)... এটা চলতেই থাকে। এটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হয়।

লেখক: সহকারী অধ্যাপক, সার্জারি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

দেশে প্রয়োজনের তুলনায় নার্সের ঘাটতি ৩ লাখ ১২ হাজারের অধিক

‘বাত ব্যথার উপযুক্ত চিকিৎসা না করলে ঝুঁকিতে পড়বে জীবন’

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬ জন

কিডনি নষ্ট হচ্ছে গোপনেই! যেসব লক্ষণ দেখলে মোটেই অবহেলা নয়

দেশে ‘লং কোভিড’ নিয়ে বড় পর্যায়ের গবেষণার তাগিদ

দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া জানতে জরিপ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ: প্রতিরোধে প্রয়োজন দুই বাহকের বিয়ে বর্জন

শিবনারায়ণ দাশের চোখে আলো দেখছেন মশিউর-আবুল কালাম

মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

বিএমডিসি ছাড়া ‘ভুল চিকিৎসা’ বলার অধিকার কারো নেই: স্বাস্থ্যমন্ত্রী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :