হিন্দু-মুসলিম বিয়ে, যা বললেন রিচা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২০, ১১:২১
অ- অ+
ছবিতে রিচা চাড্ডার সঙ্গে তার প্রেমিক অভিনেতা আলি ফজল

বলিউডের মুসলিম অভিনেতা আলি ফজলের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেম করছেন হিন্দু ধর্মাবলম্বী নায়িকা রিচা চাড্ডা। তাদের সম্পর্ক নিয়ে বরাবরই স্পষ্টবাদী ও সাহসী এই অভিনেত্রী। লুকোছাপা না করে শুরু থেকেই আলির সঙ্গে তার সম্পর্কের বিষয় জানান দিয়ে আসছেন।

সম্প্রতি ভারতের একটি নামী গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপন নিয়ে সেখানে বিতর্ক শুরু হয়েছে। বিজ্ঞাপনটি দেখে হিন্দু-মুসলমান দুই আলাদা সম্প্রদায়ের বিয়ে নিয়ে ‘লাভ জিহাদ’ প্রসঙ্গ টেনেছে সোশ্যাল মিডিয়ার একাংশ। বাধ্য হয়ে বিজ্ঞাপনটি বন্ধও করে দিয়েছে ওই গয়না সংস্থা।

সে প্রসঙ্গ টেনে রিচা চাড্ডা তার সঙ্গে আলি ফজ়লের সম্পর্কের বিষয়টি তুলে ধরেছেন। বলেছেন, ‘আমার জীবনটাও কিন্তু ওই বিজ্ঞাপনের মতো। আলির পরিবারের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি। এ জন্য ওই প্রেমহীন মানুষগুলোর জন্য খারাপ লাগে, যারা অন্যের বিবাহিত সম্পর্ক নিয়ে দোষ ধরে।’

গত এপ্রিলে বিয়ে হওয়ার কথা ছিল আলি ও রিচার। কিন্তু অতিমারি করোনার জন্য সেই পরিকল্পনা বাতিল হয়। এর মধ্যে আবার আলির মা মারা যান। আগামী বছর গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন তারা। রিচা কথা, ‘এই পরিস্থিতিতে ঝুঁকি নেয়া ঠিক নয়। বাজারে ভ্যাকসিন আসার পরেই বিয়ের মতো অনুষ্ঠান করা উচিত।’

ঢাকাটাইমস/১৯অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
আবারো কন্যা সন্তানের বাবা হলেন নেইমার
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’ সেই ব্যাংক কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা