তাহিরপুরে তিন বস্তা সরকারি চাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২০, ২০:৩৩
অ- অ+

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির তিন বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এসময় চাল উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি। সোমবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা বাদাঘাট বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল তাহিরপুর-বাদাঘাট সড়কের অবস্থিত দোকানে ডিলার জয়নাল আবেদিনের কাছে এই চালগুলো কিনে নেন শ্রমজীবী তিনটি পরিবার। চাল নিয়ে রিকশা দিয়ে বাদাঘাট বাজার থেকে বাদাম পট্টি হয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজন তাদের কাছে জানতে চাইলে তারা কোন উত্তর না দিয়ে রিকশা থেকে নেমে চলে যায়।

খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করেন। চাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন তিনি।

এলাকাবাসী জানান, আটকের পর থেকে ডিলার ও তার সহযোগীরা ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে নানানভাবে চেষ্টা চালাচ্ছ।

এই বিষয় ডিলার জয়নাল আবেদিন জানান,আমি তালিকা অনুযায়ী বিক্রি করেছি। আমি কোন অনিয়ম করিনি।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ জানান, ঘটনাটি শুনেছি। সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাঠানো হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোন ছাড় দেওয়া হবে না।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা