চেন্নাইকে হারিয়ে আশা জিইয়ে রাখলো রাজস্থান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ১২:২১
অ- অ+

চেন্নাই সুপার কিংস-কে হারিয়ে ২০২০ আইপিএলে টিকে রইল রাজস্থান রয়্যালস৷ প্রথমে দুর্দান্ত বোলিং এবং পরে জোস বাটলারের দুরন্ত ব্যাটিংয়ে সোমবার সুপার কিংসকে সাত উইকেটে হারায় রয়্যালসবাহিনী৷ এই জয়ের ফলে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল স্মিথ অ্যান্ড কোং৷ আর এই ম্যাচ হারায় প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে গেল ধোনিবাহিনীর৷

১২৫ রান তাড়া করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস৷ শুরুটা ভালো না-হলেও চতুর্থ উইকেটে বাটলার ও ক্যাপ্টেন স্টিভ স্মিথের ৯৮ রানের অবিভিক্ত পার্টনারশিপে সহজেই ম্যাচ জিতে নেয় রয়্যালসরা৷ ৪৮ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান বাটলার৷ ম্যাচের সেরা পুরস্কারও জিতে নেন তিনি৷

রান তাড়া করতে গিয়ে মাত্র ২৮ রানে তিন উইকেট হারায় রাজস্থান রয়্যালস৷ মাত্র ১৮ রানের ডাগ-আউটে ফিরে যান বেন স্টোকস, রবিন উথাপ্পা ও সঞ্জু স্যামসন৷ গত ম্যাচে আরসিবি-র কাছে হারলেও এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দারুণ পারফর্ম করলেন রয়্যালস ক্রিকেটাররা৷ এর ফলে চলতি আইপিএলে দু’বারই সুপার কিংস-এর বিরুদ্ধে জয়ী হল রাজস্থান রয়্যালস৷

প্রথম সাক্ষাতে শারজায় ২১৬ রান করে চেন্নাইকে হারিয়েছিল রাজস্থান৷ এদিনও ধোনিদের সাত উইকেটে হারিয়ে বড় জয় ছিনিয়ে নিল রয়্যালসবাহিনী৷ সেই সঙ্গে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ৫ নম্বরে উঠে এল রাজস্থান রয়্যালস৷ অন্য দিকে ১০ ম্যা্চে ৬ পয়েন্ট নিয়ে লিগে ‘লাস্ট বয়’ চেন্নাই সুপার কিংস৷ শেষ কবে সুপার কিংস-কে এই পজিশনে দেখতে পাওয়া গিয়েছে, তা জানতে পরিসংখ্যান ঘাঁটতে হবে৷

(ঢাকাটাইমস/২০ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
প্রবল বৃষ্টিতে ভারতের গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা