মাউথওয়াশ দিয়ে গার্গল করলে করোনা মরে!

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১৫:৫৪
অ- অ+

করোনাভাইরাসের সঙ্গে লড়াইটা খুব সহজ নয়। বিভিন্ন পরীক্ষায় বিজ্ঞানীরা দেখেছেন অ্যালকোহলের সংস্পর্শে এলে ভাইরাসটি পুরোপুরি ধ্বংস হয়। আবার ৯২ ডিগ্রিতে ১৫ মিনিট রাখার পর ভাইরাসটি মারা যায়। যেহেতু করোনার কোনও ওষুধ বা স্বীকৃত টিকা এখনও বের হয়নি কিন্তু গবেষণা চলছে বিশ্বজুড়ে।

বর্তমানে বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা দেখেছেন, কয়েকটি ওরাল অ্যান্টিসেপটিক ও মাউথওয়াশের করোনা জীবাণু অকেজো করে দেওয়ার ক্ষমতা রাখে। এসব মাউথওয়াশ দিয়ে নিয়মিত গার্গল করে হয়তো করোনা হবে না।

জার্নাল অব মেডিক্যাল ভাইরোলজিতে বিজ্ঞানীরা জানিয়েছেন, ওরাল অ্যান্টিসেপটিক ও মাউথওয়াশ দিয়ে গার্গল করলে করোনা সংক্রমণের পর জীবাণুর পরিমাণ কমিয়ে দিতে পারে। ফলে সম্ভবত করোনা ছড়িয়ে পড়া রোধ করা যায়।

আমেরিকার পেন স্টেট ইউনিভার্সিটির গবেষক ক্রেগ মেয়ার্স বলেছেন, যতদিন না করোনা টিকা তৈরি হচ্ছে, সংক্রমণ রোখার কোনও উপায় চাই। যে জিনিসগুলোর ওপর আমরা পরীক্ষা করেছি, সেগুলো সহজলভ্য, মানুষ প্রতিদিন ব্যবহার করেন। গবেষণায় বেশ কয়েকটি মাউথওয়াশ ও নাকের ড্রপ ব্যবহার করেছেন তারা, দেখেছেন, করোনা জীবাণু নিষ্ক্রিয় করতে তারা কতটা সক্রিয় ভূমিকা নিতে পারে। ব্যবহার করা হয় বেবি শ্যাম্পু, পারক্সাইড সোরমাউথ ক্লিনজার ও মাউথওয়াশের ১ শতাংশ সলিউশন।

গবেষণায় দেখা যায়, এমন বেশ কয়েকটি মিশ্রণের করোনাভাইরাস নিষ্ক্রিয় করার পুরোদস্তুর ক্ষমতা রয়েছে, অর্থাৎ এগুলো নিয়মিত ব্যবহার করলে করোনা জীবাণু আর বিশেষ ছড়িয়ে পড়তে পারবে না। এই সব মিশ্রণের সংস্পর্শে করোনা সংক্রমিত মানবদেহের কোষ কয়েকদিন রেখে দেন তারা। দেখা যায়, বেবি শ্যাম্পু মিশ্রণের ১ শতাংশ ৯৯.৯ শতাংশের বেশি করোনা জীবাণুকে ২ মিনিটের মধ্যে নিষ্ক্রিয় করতে সক্ষম।

একইভাবে বেশ কয়েকটি মাউথওয়াশ ও গার্গলের মিশ্রণ করোনা নিষ্ক্রিয় করতে পারে। ৯৯.৯ শতাংশের বেশি ভাইরাস এই মিশ্রণগুলোর বেশিরভাগই মাত্র ৩০ সেকেন্ডের আগে পরে অকেজো করে দিয়েছে।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা