পূর্ব শত্রুতার জেরে কৃষকের ঘরে আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৯:১০
অ- অ+

কিশোরগঞ্জের যশোদলে পূর্ব শত্রুতার জেরে শামসু মিয়া নামে এক কৃষকের দুটি ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পরিকল্পিতভাবেই তাদের ঘরে আগুন লাগানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন যাবত শামসু মিয়ার ছেলে শাহাবুদ্দিন ও একই এলাকার জালাল, হেলালের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করছেন শামসু মিয়া। ভাতিজা জালালের পুত্র রুনুকে আগুন লাগাতে দেখেছেন বলেও জানান তিনি।

শাহাবুদ্দিন বলেন, ‘একটি বসতঘরে ও গোয়ালঘরে পূর্ব শত্রুতার জেরে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমাদের তারা দীর্ঘ বছর যাবত নানাভাবে নিপীড়ন করে আসছে। বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকিও দিয়ে আসছিল।’

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায় নি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় বক্তব্য নেওয়া যায় নি।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
শেখ হাসিনা পালানোর আগে স্বজনদেরকে খুদে বার্তা পাঠিয়েছিল: আলাল
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা