আর্মেনিয়া-আজারবাইজান চাইলে মধ্যস্থতা করবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০, ১১:১৬
অ- অ+

আর্মেনিয়া ও আজারবাইজানের সম্মতির ওপর নির্ভর করছে বিতর্কিত অঞ্চল নাগার্নো-কারাবাখ নিয়ে আলোচনার টেবিলে মধ্যস্থতাকারী হিসেবে তুরস্ক থাকবে কিনা।

রাশিয়া বলছে, তুরস্ক মধ্যস্থতা করার যে প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে রাশিয়ার পক্ষে সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। এটি এমন একটি সিদ্ধান্ত যা আসতে হবে আর্মেনিয়া ও আজারবাইজানের পক্ষ থেকে।

রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার মস্কোয় এসব কথা বলেন।

দিমিত্রি বলেন, ‘এর আগে দেশ দুটি যুদ্ধবিরতির ব্যাপারে যে সমঝোতায় পৌঁছেছিল তা এখন পর্যন্ত কেউ মেনে চলেনি।’

এদিকে আজারবাইজান জানিয়ে দিয়েছে তারা তুরস্ককে ছাড়া আলোচনার টেবিলে বসবে না।

দীর্ঘদিন ধরে চলা নাগার্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার সংঘর্ষ রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয় গেল ২৭ সেপ্টেম্বর। সংঘর্ষ শুরু হওয়ার পর তুরস্ক প্রকাশ্যে আজারবাইজানের পক্ষ নেয়। তবে সম্প্রতি আঙ্কারা দুদেশের মধ্যে মধ্যস্থতার কাজে রাশিয়াকে সঙ্গ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু আর্মেনিয়া তুরস্কের এ প্রস্তাবের সরাসরি বিরোধিতা করছে।

ঢাকাটাইমস/২৩ অক্টোবর/এনএইচএস/কেআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মবের জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
‘সংস্কার কমিশনের আগে সংস্কার জরুরি’
ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ির ক্ষেত থেকে লাশ উদ্ধার যুবদল নেতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা