জয়পুরহাটে প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২০, ১৭:৫৫
অ- অ+

জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকায় দুর্গা পূজামণ্ডপে গিয়ে এক যুবক মন্দিরের কয়েকটি প্রতিমা ভাঙচুর করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে গুলশান মোড় এলাকার উত্তর বর্মনপাড়া পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

আটক যুবক প্রিন্স মিয়া গুলশান মোড় দক্ষিণপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে।

পূজামণ্ডপের ভক্ত ও দর্শনার্থীরা শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনার কাজ চলছিল। এ সময় ওই মণ্ডপ এলাকায় দুই বন্ধু কথা কাটাকাটির জের ধরে প্রিন্স উত্তেজিত হয়ে দুর্গাসহ কয়েকটি প্রতিমা বেদীতে ধাক্কা দিলে সেগুলো পড়ে গিয়ে ভেঙে যায়।

পরে তিনি পালানোর চেষ্টা করলে মণ্ডপ এলাকায় থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর এলাকা পরিদর্শন করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সদর থানার ওসি একেএম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তার প্রিন্সকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা