১২৫ সিসির নতুন স্কুটার আনল টিভিএস

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ১২:৩৭
অ- অ+

১২৫ সিসির নতুন স্কুটার আনল টিভিএস। মডেল এনটর্ক ১২৫ রেস এডিশন। এই স্কুটারটিতে ব্লুটুথ কানেকটিভিটি রয়েছে। সঙ্গে রয়েছে এর কারিগরি ও বহিরঙ্গের চমক।

স্কুটারটিতে মূলত ১২৫.৮ সিসির শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করেছে টিভিএস। রেস এডিশনের এই স্কুটারের বৈশিষ্ট্য তার রঙের বাহার। এই স্কুটার এখন দুইটি রঙের কম্বিনেশনে পাওয়া যাচ্ছে- হলুদ আর কালো। এ ছাড়াও মিলবে লাল ও কালো রঙের কম্বিনেশনে। এই এডিশনের সঙ্গে থাকা ফুয়েল ইঞ্জেকশন কারিগরি স্কুটারের চালিকাশক্তি বাড়ায়- যা তরুণ প্রজন্মের প্রথম পছন্দ। টিভিএস-এর রেসিং পেডিগ্রি স্কুটারের গুণমানকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।

প্রস্তুতকারকদের দাবি, এই গাড়িটি এ কালের প্রজন্মের ইউনিসেক্স ফ্যাশনের অঙ্গ হয়ে উঠবেই। এর দামও রয়েছে একেবারে সাধ্যের মধ্যেই- ৭৪ হাজার টাকার একটু বেশি। তবে এটা কিন্তু দিল্লির দাম। কলকাতার দামটা এখানকার শোরুমে গিয়ে দেখে নেবেন। ও হ্যাঁ, বলাই হয়নি- এই স্কুটারে চলার সময় এক লিটার তেল ভরলে, তা যেন শেষ হতেই চায় না!

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা