উন্নয়ন সূচকে পাকিস্তানকে অনেক আগেই ছাড়িয়েছে বাংলাদেশ: মির্জা আজম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২০, ১৮:৫৩| আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৮:৫৬
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ইর্ষণীয় উন্নয়ন হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, তার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। উন্নয়নের সূচকে বাংলাদেশ অনেক আগেই পাকিস্তানকে পেছনে ফেলেছে। অনেক ক্ষেত্রে ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ।’

শুক্রবার সকালে জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সার ও শস্যবীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, ‘১১ বছর আগেও দেশের ২০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পেত। কিন্তু এই ১১ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে প্রায় শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করেছে। দেশে প্রায় চার লাখ কিলোমিটার পাকা সড়ক হয়েছে। কৃষি খাতেরও ব্যাপক উন্নয়ন হয়েছে।

সনাতন পদ্ধতি ছেড়ে এখন বেশিরভাগ জায়গায় আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে উল্লেখ করে মির্জা আজম আরও বলেন, কৃষিভিত্তিক অ্যাপ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসল উৎপাদন কয়েকগুণ বেড়ে গেছে। এসব সম্ভব হয়েছে শেখ হাসিনার বলিষ্ঠ ও উন্নয়নশীল নেতৃত্বগুণের কারণে।

পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব) আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক কাজী মাহফুজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, পিসবের প্রকল্প পরিচালক ইমরান হোসেন হাবিবী প্রমুখ। পরে ২৫০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ২৫ কেজি করে সার ও ৮ প্রকারের বিভিন্ন শস্যবীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

ঢাকাটাইমস/৩০অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা