বাইডেনকে কিনে নিয়েছে চীন, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৯:০২ | প্রকাশিত : ০২ নভেম্বর ২০২০, ১৭:১০

নির্বাচন যতই ঘনিয়ে আসছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের নিত্যনতুন অভিযোগ সামনে আসছে। সোমবার এক টুইট বার্তায় ট্রাম্প বাইডেনকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যায়িত করেছেন। বলেছেন, ‘বাইডেন চীনের কাছ থেকে আর্থিক সাহায্যে নিচ্ছে। তাকে কিনে নিয়েছে চীন।’

যদিও বাইডেনকে নিয়ে ট্রাম্পের এমন অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার তিনি বাইডেনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনেছিলেন। অক্টোবর মাসেই এক সমাবেশে ট্রাম্প দাবি করেছিলেন, ‘যদি বাইডেন জয়ী হয়, তাহলে চীনেরই বিজয় হবে।’

ট্রাম্প বলেন, ‘আমরা যখন বিশ্বের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি গড়ে তুলতে যাচ্ছি ঠিক তখনই হঠাৎ করে চীনের প্লেগের (করোনা মহামারি) আগমন ঘটল। ফলে আমাদের কাজ বন্ধ করে দিতে হলো। তবে এখন আবার সব খুলে দেয়া শুরু করেছি।’

নির্বাচনী প্রচারের শেষ দিকে এসে সভা-সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেমোক্র্যাট শিবিরের ওপর আক্রমণ জোরালো করেছেন ট্রাম্প।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/এনএইচএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :