মানিকগঞ্জে ৪৪৭ জেলের কারাদণ্ড

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার মধ্যরাত থেকে। বৃহস্পতিবার ভোর থেকেই জেলেরা আবারো অবাধে মাছ ধরতে পারবে। নিষেধাজ্ঞাকালে জেলার তিনটি উপজেলায় তৎপর ছিল প্রশাসন।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২৪ ঘন্টায় মানিকগঞ্জের শিবালয়, দৌলতপুর ও হরিরামপুরে মোট ছয়টি অভিযান পরিচালনা করা হয়। ওইসব অভিযানে ১৫ হাজার টাকা জরিমানাসহ এক লাখ ২০ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল বিনষ্ট করা হয়।
গত ২২ দিনের (১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর) অভিযানে তিন উপজেলায় মোট ১৩৩ অভিযানের মাধ্যমে ৪৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৯ লাখ ২৬ হাজার ৮ শত টাকা জরিমানা, ৮৪ লক্ষ ১৯ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল বিনষ্ট এবং ৩৬৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। এই পর্যন্ত ওইসব অভিযানের বিপরীতে মোট ৬১৫টি মামলা করা হয়েছে।
এর মধ্যে দৌলতপুরে ৪০টি অভিযানে ৩১৩ মামলার বিপরীতে ২১০ জনের কারাদণ্ড, চার লাখ ৮৫ হাজার ২০০ টাকা জরিমানা, ৪১ লাখ ৯০ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট এবং ১৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
হরিরামপুরে ৪৫টি অভিযানে ৯ মামলার বিপরীতে আটজনের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, ১১ লাখ ২৯ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল বিনষ্ট এবং ১৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
শিবালয়ে ৪৮টি অভিযানে ২৯৩ মামলার বিপরীতে ২৯৩ জনের কারাদণ্ড, চার লাখ ৩৬ হাজার ৬০০ টাকা জরিমানা, ৩১ লাখ মিটার কারেন্ট জাল বিনষ্ট এবং ১৭০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
(ঢাকাটাইমস/৪নভেম্বর/এলএ)

মন্তব্য করুন