গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজারের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মাদারীপুরের কালকিনি উপজেলার জাহিদুল মোল্লার ছেলে ট্রাকচালক শামীম (৩৫), খুলনার দাকোপ উপজেলার বানিসান্তা এলাকার নিরাপদ সরকারে ছেলে মানব সরকার (৪৮) ও খুলনার ডুমুরিয়া উপজেলার উলো গ্রামের শফিকুল মোল্লার ছেলে বাসের সহকারী রাব্বি মোল্লা (২০)।
আহত ব্যক্তিদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন— লাইজু (২৮), চম্পা (২৬), আসিফ (৩৩), মিজান (৩৪), মারজিয়া (৮), খলিল (৪২), আব্দুল হাকিম (৩১) ও খোরশেদ আলম (৩৫)। বাকিদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস উপজেলার ফুকরা মিল্টন বাজার এলাকায় পৌঁছালে অপরদিক ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালকসহ দুজন নিহত হন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধারকাজ চালায়।
এ সময় আহত ব্যক্তিদের উদ্ধার গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/১৬মে/এসএ)

মন্তব্য করুন