নিন্দাবাদ জিন্দাবাদ

নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২০, ২১:২০
অ- অ+

সব নিন্দুকই মর্যাদা-মান মনে মনে চায় বটে,

অথচ তাদের মেধা-বুদ্ধি ছিঁটেফোঁটা নাই ঘটে।

মুখ ফুটে সেটা বলবার মতো মনের সাহসও নেই,

চোরাগলি ধরে ফন্দি আঁটে ‘সম্মান কুড়াবেই ’।

মেধা-জ্ঞানবলে যোগ্যতা দিয়ে গড়তে মানের আসন,

নেই সে মুরোদ,ঝাড়ে ছাইপাঁশ কথার ফুলের ভাষণ।

জ্ঞানগুণে ধনি বড়ো মানুষেরা মান পায় মেধাবলে,

নিন্দুক প্রাণে মারা যায় ঐ বইয়ের বোঁঝার তলে।

নিন্দুকদের নিষ্ঠা কেবল গুণিদের দোষ ঘাঁটা,

জ্ঞানের প্রশ্নে নিন্দাকারিরা খায় মানুষের ঝাঁটা।

তবুও তাদের হয় না চেতন ফন্দিতে পায় স্বাদ,

জ্ঞানি গুণিদের কুৎসা রটায়; ঘাটে ঘাটে অপবাদ।

গুণ অর্জনে চেষ্টা না করে সব নিন্দুক খোশ দিলে,

নিন্দার কাঁটায় ঈর্ষার বিষে গুণিদের ফেলে মুশকিলে।

নিজে বড়ো হয়ে মানি লোক হবে,সেই কসরত ছেড়ে,

বড়ো হতে চায় নিন্দার জোরে অন্যের মান মেরে।

ভাবে অন্যের অপমানে বাড়ে নিজেদের সম্মান,

তাই গুণিদের বদনামে মেতে গায় নিজ গুণগান।

অন্যেরা যদি হয় জ্ঞানে-গুণে তারচে অনেক উচ্চ,

ক্ষুদ্র জ্ঞানের বহরে-যে তার দশা হবে আরো তুচ্ছ।

পরনিন্দার তরিকা শীলনে সম্মান হবে জড়ো,

অন্যকে ছোট করলেই তাকে দেখা যাবে খুব বড়ো।

বড়ো হতে গিয়ে পরনিন্দায় নিজে আরো ছোটো হয়,

নিন্দা নরকে পুড়ে নিন্দুক—শত ধিক্কারে ক্ষয়।

নিন্দুক শুধু নিন্দাই করে গুণিরা বড়োই থাকে,

নিন্দা-যে আরো মজবুত করে মানের আসনটাকে।

নিন্দুক থাকে স্বভাবের দোষে ক্ষুদ্র ও নিচ মনা,

পদে পদে তারা কুড়ায় কেবল মানব জাতির ঘৃণা।

নিন্দাকে কেউ দিওনা আমল,থাকো নিজ কাজে রত:

শুভ কর্মেতে একাগ্র হলে মান থাকে উন্নত।

নিন্দা কেবল ছড়ায় সমাজে অবিশ্বাসের বিষ,

নিন্দুক যাবে আস্তাকুঁড়েতে, তুমি পাবে শুভাশিস।

নিন্দার গোর খোঁড়ে যারা আর নিন্দার চিতা জ্বালে,

সেই চিতা-গোরে তার শেষ নাশ নিন্দার জঞ্জালে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা