‘লাভ জিহাদ’ নিয়ে বিজেপিকে তোপ নুসরাতের

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০, ১৪:৫৫| আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৫:৩৫
অ- অ+

‘ভালোবাসা সম্পূর্ণ ব্যক্তিগত। আমি কাকে ভালোবাসব, তা নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না।’ লাভ জিহাদ নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে এভাবেই কড়া আক্রমণ করলেন টলিউড অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান।

শনিবার কলকাতায় জগদ্ধাত্রী পূজার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন নায়িকা। সেখানেই কথাগুলো বলেন নুসরাত। ‘লাভ জিহাদ’ রুখতে আইন আনার প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা অত্যন্ত দুঃখের বিষয়। লাভ এবং জিহাদ কখনও এক হতে পারে না। বিজেপিকে একটাই পরামর্শ, তারা আগে এটা ভালোভাবে বুঝুক। তাদেরও ভালোবাসতে শেখা উচিত।’

সম্প্রতি বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্নাটক, আসাম সরকার লাভ জিহাদ ঠেকাতে কড়া আইন আনার প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেও গেছে। এছাড়া লাভ জিহাদের বিরুদ্ধে সোচ্চার গেরুয়া বাহিনীও। ঠিক এমন সময়ে বিজেপির উদ্দেশে নুসরাতের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি একটি রায়ে জানিয়েছে, শুধুমাত্র বিয়ের জন্য ধর্ম পরিবর্তন কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এর পরই লাভ জিহাদের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন বিজেপির নেতারা। তবে শাসক দলের যুক্তি ও উদ্দেশ্য নিয়ে নুসরাত জাহানের পাশাপাশি প্রশ্ন তুলেছেন বহু কংগ্রেস নেতা।

রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অশোক গহলৌত বলেন, ‘ভারতে সাম্প্রদায়িক সদ্ভাব নষ্ট করতে এবং দেশের মধ্যে বিভাজন আনতে ‘লাভ জিহাদ’ শব্দের আমদানি করেছে বিজেপি। ভালোবাসায় জিহাদের কোনো স্থান নেই। বিবাহ ব্যক্তি স্বাধীনতার বিষয়। এই বিষয়ে আইন আনা সম্পূর্ণ অসাংবিধানিক।’

প্রসঙ্গত, ধর্মীয় ভেদাভেদ ভুলে হিন্দু ধর্মের নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন মুসলিম তারকা নুসরাত। বিয়ের পর প্রথমবার সংসদে যাওয়ার সময় তার মাথায় সিঁদুর এবং গলায় মঙ্গলসূত্র পরতে দেখা যায়। শুধু তাই নয়, রথযাত্রার সময় তিনি রশিতে টানও দেন। যা নিয়ে কটাক্ষ শুনতে হয় তাকে।

এ প্রসঙ্গে নুসরাতের বক্তব্য, ‘আমি যখন মাজারে যাই তখন তা নিয়ে কারও কোনো মাথাব্যথা থাকে না। এমনকি কোনো সংবাদমাধ্যমেও তা প্রকাশ হয় না। কিন্তু যখন হিন্দুদের অনুষ্ঠানে অংশ নিই, তখন তা নিয়ে বিতর্কের শেষ নেই।’ অভিনেত্রী মনে করিয়ে দেন, ‘আমি নুসরাত, বাঙালি মুসলমান পরিবারের মেয়ে। ধর্মনিরপেক্ষভাবে সবাইকে ভালোবাসতে পারি। এটা কোনো ভুল নয়।’

ঢাকাটাইমস/২২নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকের ১১তম এমটিও ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
ফ্যাসিবাদ কায়েমে আ.লীগ জোট শরিকদের বিচার করতে হবে: জাগপা
ব্যারিস্টার শামীমের নিয়োগ অগণতান্ত্রিক, চুন্নুই বৈধ মহাসচিব: আনিসুল-হাওলাদার
শরীয়তপুরে নতুন ডিসি তাহসিনা বেগম, অপসারিত আশরাফ উদ্দিনের স্থলাভিষিক্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা