শাহজাদপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২০, ১৬:০৫| আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৬:৩৭
অ- অ+

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঁখি খাতুন (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার রাতে উপজেলার পোতাজিয়া রায়পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। আঁখি ওই রায়পাড়ার মামুন শেখের স্ত্রী ও পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

এলাকাবাসী জানায়, প্রায় তিন বছর আগে মামুন শেখের সঙ্গে আঁখি খাতুনের বিয়ে হয়। তাদের ঘরে দুই বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

কিন্তু বেশ কিছুদিন ধরে উভয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ অবস্থায় রবিবার রাতে আঁখির ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধামাকা শপিংয়ের চেয়ারম্যান এম আলীকে গ্রেপ্তার দেখাল পুলিশ, আদালতে প্রেরণ
যশোরে বাসের ধাক্কায় ২ জন নিহত
মা হতে চান ‘সিঙ্গেল’ জয়া
টেকনাফের পাহাড়ে বিপুল অস্ত্র ও মাদক জব্দ, অপহৃত ব্যক্তি উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা