সন্ত্রাসের প্রতিবাদে মাগুরায় যুবলীগের বিক্ষোভ

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২০, ১৬:১০| আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৬:৪৪
অ- অ+

বিএনপি-জামায়াত জোটের ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাগুরা জেলা যুবলীগ। সোমবার সকালে শহরের জামরুলতলার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরঙ্গী মোড় সেগুন বাগিচায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ সালাউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। আর জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি-জামায়াত জোট এখন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশকে পিছিয়ে দিতে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। জনগণ তাদের প্রতিহত করবে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা