অনলাইনে মোবাইল কিনে বক্সে মিলল কাঠের টুকরো

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০, ১৯:৩৮| আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৯:৪১
অ- অ+

অনলাইনে মোবাইল বিক্রির নামে বক্সে কাঠের টুকরো দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজধানীর রূপনগর এলাকা থেকে আবুল কালাম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় বিপুল পরিমাণ নকল মোবাইল ও মোবাইলের প্যাকেটের ভেতরে কাঠের গুড়া উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৪ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অনলাইনে পণ্য বিক্রির নামে ফেইসবুকে একটি ফেইক আইডি চালাতেন তিনি। জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের নামে স্যামসাং এটু-কোর মডেলের ফোন বাজার মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রির বিজ্ঞাপন দেন। পরবর্তীতে কম দাম দেখে একজন ভুক্তভোগী আশি পিস সামস্যাং মডেলের মোবাইল ফোন কিনবেন বলে অনলাইনে অর্ডার করেন। কিন্ত আসামি তাকে প্রকৃত মডেলের ফোন না দিয়ে মোবাইলের বক্সের ভেতর কাঠের টুকরো দিয়ে দেন। এভাবে তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন সাধারণ মানুষের সঙ্গে অনলাইনে প্রতারণা করে আসছিলেন। অভিযোগ পেয়ে গতকাল বিকাল চারটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় র‌্যাব।

ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এআর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা