সিঙ্গাপুরে নবজাতকের শরীরে করোনার অ্যান্টিবডি

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ১৬:১৯| আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৬:৪২
অ- অ+

গর্ভবতী থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর সদ্য ভূমিষ্ঠ সন্তানের শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়ার খবর দিয়েছে সিঙ্গাপুরের গণমাধ্যম।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সেলিন নাগ চাং নামে ওই নারী চলতি মাসে সন্তান জন্ম দেন বলে স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে।

গেল মার্চে নাগ চাং গর্ভবতী থাকার সময় করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর আড়াই সপ্তাহ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন তিনি।

কিন্তু চলতি মাসে জন্ম দেয়া তার ছেলে সন্তানের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি। উল্টো ডাক্তাররা শিশুটির শরীরে করোনা অ্যান্টিবডির উপস্থিতি শনাক্ত করেছেন।

সেলিন নাগ চাং সিঙ্গাপুরের একটি স্থানীয় পত্রিকাকে বলেন, ‘ডাক্তার আগেই সন্দেহ করেছিলেন যে গর্ভকালীন সময়ে আমি করোনা অ্যান্টিবডি আমার শরীর থেকে বাচ্চার শরীরে প্রেরণ করেছি। তবে এই ব্যাপারে নিশ্চিত ছিল না ডাক্তার।’

তিনি বলেন, করোনা শনাক্ত হওয়ার পর তিনি কিছুটা অসুস্থতা বোধ করেন এবং প্রায় আড়াই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এটি এখনো নিশ্চিত নয় যে গর্ভকালীন কিংবা প্রসবের সময় কোভিড-১৯ মায়ের শরীর থেকে সন্তারের শরীরে ছড়ায় কি না।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/এনএইচএস/

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকারী শিক্ষক পদের প্রার্থীদের বিক্ষোভ, এনটিআরসিএ ভবন ঘেরাও
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা