ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাতে বন্দী পাঁচ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ১৭:৫৩| আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৭:৫৭
অ- অ+

প্রায় নয় মাস ধরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে কয়েকটি দেশের ২০ নাবিকের সঙ্গে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন পাঁচ বাংলাদেশি। বন্দীদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত ও মিসরের নাগরিক রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে দেয়া এক বন্দীর তথ্যের বরাত দিয়ে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে এক প্রতিবেদন বলছে, বন্দীদের মধ্যে ভারতের কেরালার দুজন, মহারাষ্ট্রের সাতজন, তামিলনাড়ুর দুজন এবং একজন করে পুডুচেরি এবং উত্তর প্রদেশের। বাকি সাত বন্দীর মধ্যে পাঁচজন বাংলাদেশি থাকার কথা নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস।

তিনটি জাহাজে চড়ে ওমান থেকে সৌদি আরবে যাওয়ার পথে গেল ফেব্রুয়ারিতে ইয়েমেনের রাজধানী সানায় তাদের আটক করে হুতিরা। জানা গেছে, বাংলাদেশিসহ এই বন্দীদের পাঁচতলা হোটেলের চারটি রুমে রাখা হয়েছে।

বন্দীদের মধ্যে প্রভিন নামের ভারতীয় এক নাগরিক হোয়াটসঅ্যাপে বলেছেন, ‘কনস্ট্রাকশন কাজের জন্য আমরা সৌদি আরবের ইয়ানবু বন্দরের দিকে যাচ্ছিলাম। যাত্রাপথে খবর পাই লোহিত সাগরে একটি জাহাজ ডুবে গেছে। পরে আমরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে ইয়েমেন কোস্টে ফেব্রুয়ারির শুরুর দিকে নোঙর করি। এসময় হঠাৎ কয়েকজন কোস্টগার্ড পরিচয় দিয়ে আমাদের সানায় নিয়ে যায়। পরে জানতে পারি তারা হুতি বিদ্রোহী। ইয়েমেনের জলসীমায় প্রবেশের দায়ে তারা আমাদের গ্রেপ্তারের কথা জানায়।’

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জাহাজ তিনটির মালিকেরা নাবিকদের ছাড়াতে কোনো চেষ্টা করছেন না। ওমানি মালিকদের থেকে বিদ্রোহীরা দুই লাখ রিয়াল দাবি করেছে। কিন্তু মালিকপক্ষ সেটি দিতে নারাজ। মালিকপক্ষ বলছে, বিষয়টি এখন সরকারের হাতে।

ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা চার মাস আগে বন্দীদের সঙ্গে কথা বলেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন সবাইকে মুক্ত করা হবে। কর্মকর্তারা চেষ্টা করছেন, বন্দীদের ইয়েমেন সরকার নিয়ন্ত্রিত কোনো স্থানে এনে নিরাপদে রাখতে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এনএইচএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ছিল ডিএসইসির ফ্যামিলি ডে
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা