নির্মোহ নিবেদন

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ২১:২৮
অ- অ+

যদি চলে যেতেই হয়;

আজ নয়, কাল যেয়ো।

গতকাল-যে যাও নি

সে তোমার প্রেমের বদান্যতা,

তাইতো গতকাল পূর্ণতার গর্ভে

বিলীন হয়েছে আদিগন্ত শূন্যতা।

আজ যদি চলে যাও;

গতকাল থেকে যাবার

কী আর থাকে সার্থকতা?

কালকের ফুল যদি কোনো ফল

আজ না ফলায়

সেই ফুলে কীবা আসে যায়?

গতকাল!

সে তো কালের অতলে হারা অতীত।

জীবন রচনার উপসংহার অব্দি

কোনোদিন আর

ফিরবার পথ নেই তার।

অতীতের গর্ভ যদি বর্তমানের শিশুকে

না করে লালন

তবে সে অতীতের বন্ধ্যা প্রজনন।

আর আগামীকাল!

সে তো অনিশ্চিত ভবিষ্যৎ।

মুকুলেই ঝরে যেতে পারে কোনো ফুল

অমিত সম্ভাবনার,

আজকের কোনো মেঘ

হয়তো দেখাই পাবে না

আগামীর বৃষ্টি ধারার।

তাই বলি, আজ যেও না।

গতকাল; অতীতের স্মৃতি

আগামীকাল; অনিবার্য অনিশ্চিতি

বর্তমান; সময়ের স্বর্নালী বরদান।

জীবন মানেই তো আজকের শ্বাস

আজ মানেই জীবনের নির্যাস;

তাই বলি,আজ যেও না;

প্রেম যদি আজকের শ্বাসে বুক জুড়ে দম পায়

নন্দিত নিত্যানন্দে প্রেম বেঁচে রবে

হাওয়া আর ধুলোর কণায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৯০ জন
এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে ‘বিআরপি’র মশাল মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা