করোনায় শিশুসহ আরও ৩৮ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১৫:৪৭| আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৬:০৪
অ- অ+

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে এক শিশুও রয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৭১৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬২ জন।

বুধবার বিকালে কোভিড-১৯ রোগের হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত একদিনে ১৫ হাজার ৯৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৪ হাজার ১৭৪টি। এসব পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ১৭ জন নারী। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ছয় হাজার ৭১৩ জন।

নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে ০-১০ বছর বয়সের এক শিশু, ২১-৩০ বছরের একজন, ৩১-৪০ বছরের তিনজন, ৪১-৫০ বছরের চারজন, ৫১-৬০ বছরের ৬০ জন ও ষাটোর্ধ্ব ২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৫৬২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৭৮৬ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। তা সাড়ে ৪ লাখ পেরিয়ে যায় ২৪ নভেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৪ নভেম্বর তা ছয় হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা